Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরণের দায় নিয়ে রাতেই পদত্যাগ করবে লেবানন সরকার!


১০ আগস্ট ২০২০ ২১:৫৯

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় টালমাটাল সেদেশের সরকার। ইতিমধ্যে ওই বিস্ফোরণের ঘটনার দায়ভার সরকারের উপর চাপিয়েছে সেদেশের জনগণ। সরকারের ব্যর্থতার অভিযোগ এনে লেবাননে ব্যাপক বিক্ষোভ-মিছিলও হয়েছে। এরইমধ্যে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এখনও পদত্যাগ করেননি তিনি।

ইতিমধ্যে লেবাননের আইনমন্ত্রী মারিয়া ক্লাউদে নাজিম, তথ্যমন্ত্রী মানাল আব্দেল সামাদ, ও পরিবেশ মন্ত্রী ড্যামিয়ানোস কাত্তার সরকারে তাদের নিজ নিজ পদ ত্যাগ করেছেন।

গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ শতাধিক। এ ঘটনায় রাজধানীতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মন্ত্রীদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হাসান দিয়াবের পক্ষে সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে । ফলে প্রধানমন্ত্রীও সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পদত্যাগের ঘোষণা দেবেন বলে খবর প্রকাশ করেছে বহু বিশ্ব গণমাধ্যম।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে ইরান ও হিজবুল্লাহ সমর্থিত হাসান দায়িবের মন্ত্রীসভা গঠিত হয়েছিলো। এদিকে প্রেসিডেন্ট মিশেল আউনের পদত্যাগের দাবিতেও বড় আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন- বাংলাদেশের পাঠানো মানবিক সহায়তা লেবাননে হস্তান্তর

লেবানন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর