Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোনাল্ড ট্রাম্পের ঠিকানায় এলো ভয়ঙ্কর বিষযুক্ত চিঠি


২০ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে রাইসিন নাম ভয়ঙ্কর বিষাক্ত পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে। তবে চিঠিটি হোয়াইট হাউজে ট্রাম্পের হাতে পৌঁছানোর আগেই তা জব্দ করা হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন এ তথ্য জানা গেছে। খবর বিবিসি।

জানা যায়, হোয়াইট হাউজে চিঠি পৌঁছার আগে পরীক্ষা-নিরীক্ষার একটি আলাদা কার্যালয় পার হতে হয়। সেখানেই চিঠিতে বিষাক্ত পদার্থের অস্তিত্ব শনাক্ত হয়। এই বিষের নাম রাইসিন যা এক ধরনের বীজ থেকে তৈরি করা হয়।

তবে ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। ফেডারেল ইনভেস্টিগেশন ব্যুরো (এফবিআই) ও অন্যান্য গোপন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই এই চিঠির প্রেরকের ঠিকানা খোঁজার কাজে নেমে পড়েছে বলে খবরে প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, রাইসিনের কার্যকরী ক্ষমতা এতো বেশি যে, এক দানা লবণের সমপরিমাণ বিষ যদি কোনো প্রাপ্তবয়স্কের দেহে প্রবেশ করে তবে তার মৃত্যু ঘটতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, রাইসিনের কোনো প্রতিষেধক নেই। কেউ এই বিষ খেয়ে ফেললে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তার মৃত্যু ঘটতে পারে।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এমন সময় প্রেসিডেন্টের উদ্দেশ্য বিষাক্ত চিঠি মার্কিন রাজনৈতিক মহলে হইচই শুরু হয়েছে। তবে এর আগেও হোয়াইট হাউজে ট্রাম্পের উদ্দেশ্যে বিষভর্তি চিঠি এসেছে। ২০১৮ সালে সাবেক এক সেনা কর্মকর্তা ট্রাম্পের উদ্দেশ্যে এমন এক চিঠি পাঠান। পরে ঐ চিঠির প্রেরককে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেলে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর