Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কে হামলাকারি আকায়েদ উল্লাহ বাংলাদেশি?


১১ ডিসেম্বর ২০১৭ ২১:২৩

নিউইয়র্কের ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালের কাছে বিস্ফোরণের ঘটনায় আটককৃত সন্দেহভাজন একজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে।  তার নাম আকায়েদ উল্লাহ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক মিডিয়াও একই তথ্য দিচ্ছে।

স্থানীয় সময় সকালে ওই ঘটনার পরপরই আটক হওয়া ওই যুবকের বয়স ২৭ এবং ব্রুকলিনের বাসিন্দা বলে খবরে বলা হচ্ছে।

ওই যুবক  ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এ হামলা চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমগুলো  জানিয়েছে, ওই ব্যক্তিকেই হামলাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তার কাছে বিভিন্ন ধরনের ক্যাবল ও ডিভাইস রয়েছে যা এই বিস্ফোরণ ঘটানোয় ব্যবহৃত হতে পারে।

ফক্স নিউজের খবরে বলা হচ্ছে আইসিসের আদর্শে বিশ্বাসী আকায়েদ উল্লাহ পোর্ট অথরিটি বাস টার্মিনালের ভেতরে একটি পাইপ বোমার বিস্ফোরণ ঘটায়। সপ্তাহান্ত শেষে প্রথম কর্মদিবসের সকাল সাড়ে ৭টায় এখানে ছিলো অনেক মানুষের ভীড়।

বিস্ফোরণের ফলে সেখানে হৈ-হুল্লোড় শুরু হয়। দ্রুত সবাইকে ওই এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়।

যে ধরনের বিস্ফোরক ও ডিভাইস ব্যবহার করা হয় সেটি খুব নিম্ন প্রযুক্তির ছিলো বলেও পুলিশের বরাত দিয়ে জানায় ফক্স নিউজ।

বিস্ফোরণে আকায়েদ উল্লাহ নিজেই মারাত্মক আহত হয়। এছাড়া আরও তিনজন সামান্য আহত হয়েছেন।

নিউইয়র্ক থেকে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক হাসানুজ্জামান সাকি সারাবাংলাকে জানান, ঘটনাস্থলে গণমাধ্যমকে সম্মিলিতভাবে ব্রিফ করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো, মেয়র বিল ডি ব্লাজিও এবং পুলিশ কমিশনার জেমস ও’নীল।

মেয়র ব্লাজিও এ ঘটনাকে একটি সন্ত্রাসী হামলার প্রচেষ্টা বলে আখ্যায়িত করেছেন। পুলিশ কমিশনার জেমস ও’নীল বলেছেন, প্রাথমিকভাবে এটি ‘পাইপ বোমা’ বলে ধারণা করা হচ্ছে। ২৭ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির শরীরেই বোমাটি বাধা ছিল। তার নাম আকায়েদ উল্লাহ।

গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির শরীরেই বোমাটি বিস্ফোরিত হয়েছে।

সারাবাংলা/এমএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর