জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক ইমরান খানের
১৩ নভেম্বর ২০২৪ ১৯:০৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ২১:৩৫
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ না করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবে তার দল।
বুধবার (১৩ নভেম্বর) আদিয়ালা কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইসলামাবাদ মার্চের জন্য একটি কমিটি গঠন করেছেন। তবে তিনি কমিটির নাম প্রকাশ করতে রাজি হননি।
এ বিষয়ে ইমরান খান বলেন, আমি নাম দেব না কারণ নাম প্রকাশ করলে তখন তাদের গ্রেফতার করা হবে।
আইনজীবী ফয়সাল চৌধুরী বলেন, ইমরান খান বলেছেন, ২৪ নভেম্বর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হবে ইসলামাবাদ। পাকিস্তান এবং বিশ্বজুড়ে প্রতিবাদ হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না।
ফয়সাল চৌধুরীর মতে, এটি প্রতিবাদের চূড়ান্ত ডাক, আমাদের দাবি ২৬ তম সংশোধনী প্রত্যাহার এবং আমাদের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়া উচিত।বিনা বিচারে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে।
ফয়সাল চৌধুরী বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, পিটিআইয়ের পুরো নেতৃত্ব প্রতিবাদে বেরিয়ে আসবে এবং দলের সবাই জানে কাকে কী করতে হবে। তবে বিক্ষোভ শেষ করার এখতিয়ার একটি কমিটির হাতে থাকবে ।
ইমরান খানের বোন আলিমা খান বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা চূড়ান্ত ডাক দিয়েছেন। প্রত্যেক কর্মীকে উদ্দেশ্য করে বলেছেন পুরো পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে। তথ্যসূত্র: জিও নিউজ উর্দূ।
সারাবাংলা/এসআর