Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে সাধারণ নির্বাচনে ভোট শুরু


২৪ জুন ২০১৮ ১২:২৯

।। সারাবাংলা ডেস্ক।।

শুরু হয়েছে তুরস্কের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ৮ টায় তুরস্কে প্রেসিডেন্ট  ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তুর্কি নাগরিকরা নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন আগামী পাঁচ বছরের জন্য তারা কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

কেন্দ্রীয় বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী মুহাররেম ইনজের সাথে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভাবা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এরদোয়ান দ্বিতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য জয় পেলে তিনি তার সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিতে পারবেন।

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকে তুরস্কে জরুরি অবস্থা বজায় আছে। ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও প্রেসিডেন্ট এরদোয়ান আগাম নির্বাচনের ডাক দিয়েছেন।

রোববারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৩ লাখ এর চেয়ে কিছু বেশি। আটটি রাজনৈতিক দল ও ছয় জন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সারাবাংলা/এনএইচ/জেএএম

 

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/

আরও পড়ুন..

তুরস্কের নির্বাচন রোববার

এরদোয়ান তুরস্ক নির্বাচন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর