Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী হত্যা: ৪ দিনের রিমান্ডে সালমান, গ্রেফতার আনিসুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১৩:২৫ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৩২

ফাইল ছবি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া এলাকায় তরকারি ব্যবসায়ী শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। এদিন দুজনকেই আদালতে হাজির করে পুলিশ।

আদালতে শাহাবুল হত্যা মামলায় সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আশুলিয়া এলাকায় ভ্যানগাড়িতে তরকারি ব্যবসা করতেন শাওন। গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন তিনি। আশুলিয়ার বাইপাইল মোড়ে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই মো. তৌহিদুল মিয়া। মামলায় ১৮ জনের নামসহ আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর