Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৪:২২ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:৩৯

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশে ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ টিভির সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২২ জুন) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে ফেসবুক-ইউটিউবে চ্যানেলটির সম্প্রচার বন্ধে ব্যবস্থা নিতেও বিটিআরসির প্রতি রুল জারি করা হয়।

এদিন রিপাবলিক বাংলার সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী মাহমুদুল হাসান।

রিটে বলা হয়, ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধার চেষ্টা করছে। এজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন। একই সঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে চট্টগ্রামকে আলাদা করার চেষ্টাও করছে ভারতীয় চ্যানেলটি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়। তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

রিপাবলিক বাংলা সম্প্রচার বন্ধ হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর