Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের নতুন মামলায় গ্রেফতার ইনু-পলকসহ ৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:১৬ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:৫৯

নতুন মামলায় গ্রেফতার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে বিভিন্ন মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

অন্য আসামিরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।

এদিন সকালে আদালতে হাজির করে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে শুনানি শুরু হয়। ১০টা ৪৩ মিনিটের দিকে শুনানি শেষ হয়। শুনানি শেষে চারজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, পশ্চিম রামপুরায় রমজান মিয়া হত্যা মামলায় ইনু ও পলককে গ্রেফতার দেখানো হয়। আর মিরপুরে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার ও ভাটারা থানায় শামিম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহকে গ্রেফতার দেখান আদালত।

সারাবাংলা/আরএম/এমপি

বিজ্ঞাপন

কানাডার লিগে খেলবেন সাকিব
৩১ আগস্ট ২০২৫ ২২:২১

আরো

সম্পর্কিত খবর