Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছালো ১১৯ বার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৮ জুলাই ২০২৫ ১৭:৪০

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ছবি: সংগৃহীত

ঢাকা: আবারও পিছিয়েছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। এ নিয়ে ১১৯তম বারের মতো পেছালো এ মামলার তদন্ত প্রতিবেদন।

মঙ্গলবার (৮ জুলাই) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও প্রতিবেদন দিতে ব্যর্থ হন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। পরে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন নিহত রুনির ভাই নওশের আলম রোমান। প্রথমে তদন্তের দায়িত্বে ছিলেন থানার এক এসআই। পরে তদন্তভার যায় ডিবি ও পরে র‌্যাবের হাতে। দীর্ঘ ১২ বছরেও মামলার রহস্য উদঘাটন হয়নি।

মামলার আট আসামির মধ্যে রয়েছেন- রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ (ওরফে হুমায়ুন কবির), রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু (ওরফে বারগিরা মিন্টু বা মাসুম মিন্টু), কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। তাদের সবাইকে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তে গতি আনতে অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে র‌্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ১৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে। এছাড়া পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়।

সারাবাংলা/আরএম/এমপি

রায় সাগর-রুনি হত্যা মামলা

বিজ্ঞাপন

‘সময় এখন ভালো যাচ্ছে না’
৮ জুলাই ২০২৫ ২১:১৮

আরো

সম্পর্কিত খবর