ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। এদিন সকালে আদালতের হাজতখানা থেকে সাবেক এই মন্ত্রীকে এজলাসে তোলে পুলিশ। এ সময় দীপু মনির হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহও জপেন তিনি।
এর আগে দীপু মনিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে তা মঞ্জুর করেন বিচারক।
গত বছরের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। পরে বেশ কিছু হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেন তিনি। বর্তমানে কারাগারেই কাটছে তার দিন।