Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইন ক্লাসে অশ্লীলতা: জাতির কাছে ক্ষমা চাইতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৩:৫১

ঢাকা: অশ্লীল ভিডিও সম্প্রচারের অভিযোগে অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম ‘অন্বেষণ এডু’র দুই প্রতিষ্ঠাতা ও দুজন শিক্ষককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন একাধিক আইনজীবী।

শনিবার (১২ জুলাই) এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাখাওয়াত হোসাইনসহ পাঁচজন আইনজীবী।

নোটিশে বলা হয়, সম্প্রতি অন্বেষণ এডু’র ইউটিউব চ্যানেলে একটি ‘লাইভ ক্লাস’ চলাকালে দুই নারী-পুরুষ শিক্ষক একে অপরকে চুম্বন করেন। দৃশ্যটি সরাসরি সম্প্রচার হয়। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া অভিভাবক-শিক্ষক মহলে বিষয়টি নৈতিকতা ও শিক্ষার পরিবেশের অবক্ষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর বিভিন্ন ধারার লঙ্ঘন বলে গণ্য করা হয়েছে। আইন অনুযায়ী যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যাহা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যাহার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

এছাড়া এমন কন্টেন্ট প্রচার, প্রদর্শন ও বিতরণে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। নোটিশে অন্বেষণ এডু’র দুই সহ-সত্ত্বাধিকারী আকাশ, অর্ক, অভিযুক্ত শিক্ষক সামিরা ও অজ্ঞাতনামা এক পুরুষ শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে তিন কর্মদিবসের মধ্যে অনলাইনে সরাসরি লাইভে এসে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য নোটিশে বলা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য পরিচালিত অনলাইন প্রস্তুতি ক্লাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অন্বেষণ কোচিং সেন্টারের লাইভ ক্লাস চলাকালে শিক্ষক-শিক্ষিকার অনুপযুক্ত ঘনিষ্ঠতা প্রকাশ্যে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সারাবাংলা/আরএম/এমপি

অনলাইন ক্লাস অশ্লীলতা আইনি নোটিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর