Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা
বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৫ ১৩:৪৫

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।

রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল সোমবার এর ওপর শুনানি হতে পারে। রিটে নৃশংস এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়।

উল্লেখ্য, ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানা পুলিশ। পরে সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর