Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন: আদালতকে সাবেক স্বরাষ্ট্র সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৫:৩৪

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম আট দিরে রিমান্ডে।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আটদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) ঢাকার মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এদিন জাহাংগীরকে আদালতে হাজির করে পুলিশ।

আদালতে দুই মামলায় তার পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। তবে রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় পাঁচদিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে নেয়া হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আসামি একজন সরকারি চাকরিজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বয়স্ক, অনেক অসুস্থ। হাসপাতালেও ভর্তি ছিলেন। এসব বিবেচনায় তার রিমান্ড বাতিল প্রার্থনা করছি।

বিজ্ঞাপন

বিচারকের উদ্দেশ্যে জাহাংগীর আলম বলেন, ‘আমার কিছু বলার আছে। অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ৫ আগস্ট অফিস করিনি। ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমিও ১৬ বছর ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি। আমাকে ইউনাইটেড হাসপাতাল থেকে এক বছর আগে গ্রেফতার করা হয়েছে। অথচ এতদিন মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।’

সারাবাংলা/আরএম/এমপি

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর