ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত-আহতদের পরিবারকে তাৎক্ষণিক ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী।
বুধবার (২৩ জুলাই) দুপুরে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূস আলী আকন্দ।
রিট আবেদনের ওপর হাইকোর্টে আগামী ২৭ জুলাই শুনানি হওয়ার কথা রয়েছে। রিটে বিমানবন্দর এলাকায় চারতলার বেশি কোনো ভবন না নির্মাণের নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে, ২২ জুলাই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়। জনস্বার্থে রিটটি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইনজীবী আনিসুর রহমান রায়হান বিশ্বাস।
রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত ও রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম নেওয়া হচ্ছে, তা জানতেও নির্দেশনা চাওয়া হয়।
এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হয়। পাশাপাশি নিহতদের পরিবারকে পাঁচ কোটি ও আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়।
ওই রিটের প্রাথমিক শুনানিতে মর্মান্তিক এ ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে সরকারকে এ কমিটি গঠন করতে বলা হয়। একইসঙ্গে নিহতদের পরিবারকে পাঁচ কোটি ও আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন।
এছাড়া আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়। ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নেও রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের শিকার হন।