Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর নিয়ে তথ্যচিত্র এখন জুলাই স্মৃতি জাদুঘরে

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৫ ১০:৫৩

ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে চালানো হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে বানানো একটি তথ্যচিত্র জুলাই স্মৃতি জাদুঘরে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৩০ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ ও রাজনৈতিক চেতনার ধারায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত। সেদিন ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেশব্যাপী গণআন্দোলনের সূত্রপাত ঘটে। আন্দোলনের তীব্রতা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে পড়ে। উত্তাল পরিস্থিতির বাইরে থাকেনি প্রধান বিচারপতির সরকারি বাসভবনও। আন্দোলনের উত্তেজনাপূর্ণ আবহে বাসভবনের কিছু অংশে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সংঘটিত হয়।

বিজ্ঞাপন

সেদিনের বাস্তবতা ও প্রেক্ষাপট দলিলবদ্ধ করার উদ্দেশ্যে একটি তথ্যনির্ভর ভিডিও প্রামাণ্যচিত্র প্রস্তুত করা হয়। এটি শুধু একটি ঘটনার চিত্রায়ন নয়, বরং সময়ের পরিপ্রেক্ষিতে গণচেতনাকে ধারণকারী ইতিহাসের এক জীবন্ত অধ্যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ‘‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, আন্দোলনের উত্তেজনাপূর্ণ আবহে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে যে অনাকাঙ্ক্ষিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে তাকে বিচ্ছিন্নভাবে না দেখে, সংশ্লিষ্ট সময়ের সামগ্রিক প্রেক্ষাপট এবং জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ ও প্রত্যাশার বাস্তব প্রতিফলন হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিযুক্ত। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ঘটনার প্রামাণ্য উপস্থাপন নিশ্চিত করতে এবং জাতীয় স্মৃতি-ভাণ্ডারে তা সংরক্ষণের উদ্দেশ্যে ওই ভিডিও প্রামাণ্যচিত্রটি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ পাঠানো হয়েছে।’’

জাদুঘর কর্তৃপক্ষ এ গুরুত্বপূর্ণ দলিলটিকে যথাযথ গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নেবেন বলে আশা করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সারাবাংলা/আরএম/এমপি

জুলাই গণঅভ্যুত্থান জুলাই স্মৃতি জাদুঘর প্রধান বিচারপতির বাসভবন সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর