Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের জায়গায় সাদা পাথর ফেলতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১৪:৫৯ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৬:২৬

ঢাকা: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সব পাথর সাতদিনের মধ্যে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুটে জড়িতদের তালিকা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরশেদ।

এছাড়া সাদা পাথর লুটের ঘটনার দায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরেকটি রিট করেন আইনজীবী মীর একেএম নুরুন্নবী। রিটের শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পাবনায় ভাতিজার হাতে ফুফু খুন !
১৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৬

আরো

সম্পর্কিত খবর