ঢাকা: ছেলে জাকির হোসেন জুমনসহ সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের পাঁচ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এসব জব্দ ও অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আলমগীর হোসেন।
জব্দ করা পাঁচ কাঠা জমি উত্তরা ২ নম্বর সেক্টরে রয়েছে, যার বাজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংকের আটটি হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা জমা রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে এসব অর্জন করেছেন অভিযুক্তরা। অর্থ আত্মসাৎপূর্বক সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাই অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।