Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নির্যাতন
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৩ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬

জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ৮ সেপ্টেম্বর তার জামিন আবেদন নিয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ‍্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।

বিজ্ঞাপন

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলকে ভ্রাম্যমাণ আদলতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এ আদেশ দেন।

সারাবাংলা/আরএম/এমপি

আরিফুল ইসলাম রিগান সাংবাদিক সুলতানা পারভীন হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর