Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৫:২৪ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৬:৪৩

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ এই আদালত সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ বিচার কার্যক্রম পরিচালনা করে থাকে। এই দুই বিভাগের সব বিচারপতি অংশ নিলে সেই সভাকে ‘ফুলকোর্ট’ সভা বলা হয়। প্রধান বিচারপতির এখতিয়ারেই এ সভা আহ্বান করা হয়।

বিজ্ঞাপন

বিচার বিভাগের প্রধান নির্বাহী হিসেবে এই সভা আহ্বানের এখতিয়ার প্রধান বিচারপতির। ‘ফুল কোর্ট’ বৈঠকে বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সবার সঙ্গে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতেও এ সভা আহ্বান করা হয়ে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর