Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
গণবিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ০৯:০৫

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকার আশুলিয়ায় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার গণবিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক সফিকুল ইসলাম গ্রেফতার হওয়া তিন শিক্ষার্থী— তাজুল ইসলাম তাজ, শ্রাবণ সাহা ও অন্তু দেওয়ানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চাইলে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাজুল ও শ্রাবণের তিন দিন করে এবং অন্তু দেওয়ানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এদিকে মামলার প্রধান আসামি দেলোয়ার ভূইয়াকে রিমান্ড শুনানির জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করে গণবিশ্ববিদ্যালয় আইন সমিতির ঢাকা বার শাখা। মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবী ও সাবেক শিক্ষার্থীরা অভিযোগ করেন, শুধু অভিযুক্তদের নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি ও কিছু কর্মকর্তার সংশ্লিষ্টতাও তদন্ত করা প্রয়োজন। তারা উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবি জানান এবং তিন দিনের মধ্যে অগ্রগতি না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী আশুলিয়া থানায় মামলা করেন। পরদিনই দেলোয়ার, তাজুল, শ্রাবণ ও অন্তুকে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে— পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে গত ৭ এপ্রিল ভুক্তভোগীকে সাভারের আশুলিয়ার ফুলেরটেক এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে চেতনানাশক খাইয়ে একটি মেসে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে সেই ঘটনার ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময় মোট ৯৬ হাজার টাকা আদায় করা হয়।

সারাবাংলা/টিএম/এমপি
বিজ্ঞাপন

একসঙ্গে বদলি সিলেটের ৬ ওসি
৫ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৬

আরো

সম্পর্কিত খবর