Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান–আনিসুলের অব্যাহতি চেয়ে শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১২:০৪ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৩:০৩

সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা হত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি শুরু হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে সালমান এফ রহমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে, গত ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষের শুনানি শেষ হয়। ওই শুনানিতে সালমান ও আনিসুলের একটি বিতর্কিত ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন ও বাজিয়ে শোনানো হয়। প্রসিকিউশনের দাবি, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ আহ্বান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডে উসকানি হিসেবে ভূমিকা রেখেছে। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।

গত ৪ জানুয়ারি আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে শোনানো ফোনালাপটি সালমান ও আনিসুলের নয় এবং সেটি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে ফরেনসিক পরীক্ষার আবেদন জানান। তবে ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে ফোনালাপটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন। পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আসামিপক্ষ গত ১০ ডিসেম্বর একটি আবেদন দাখিল করেছে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ২২ ডিসেম্বর সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ পাঠ করেন। এর আগে ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল তা আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনের সময় ওই ফোনালাপের পর ঢাকাসহ সারা দেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এসব হত্যাকাণ্ডে উসকানি ও দায়ভার সংক্রান্ত বিষয়ে আজ আসামিপক্ষ তাদের আইনি ব্যাখ্যা উপস্থাপন করে অব্যাহতির আবেদন জানাবে।

বিজ্ঞাপন

৫ নেতাকে সুখবর দিল বিএনপি
৭ জানুয়ারি ২০২৬ ২০:১১

আরো

সম্পর্কিত খবর