Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৩:০৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৫:০১

সালমান এফ রহমান ও আনিসুল হক।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন।

মামলায় এ দুই আসামি জুলাই-আগস্টে কারফিউ দিয়ে গণহত্যা ও উসকানির অভিযোগে অভিযুক্ত।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

আজকের (১২ জানুয়ারি) ১১ নম্বর কার্যতালিকায় মামলাটি প্রক্রিয়াধীন ছিল। ট্রাইব্যুনাল প্রথমে সালমান ও আনিসুলের আইনজীবীদের অব্যাহতি আবেদন খারিজ করেন। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ শুরু করেন।

সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তিনি চার্জ গঠন না করার আবেদন করেন এবং অব্যাহতি চান।

অপরপক্ষে, প্রসিকিউশন সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায়। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদালতে আদেশ দেন।

এর আগে, ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করেন এবং একই দিনে প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো