Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় স্বামীকে খুনের দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড


১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫০

প্রতীকী ছবি

নেত্রকোনা: বিরোধের জের ধরে স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে আঘাত করে খুনের দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অপারগতা প্রকাশে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এ রায় দেন নেত্রকোনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি।

দণ্ডপ্রাপ্ত আসামি রুবিনা আক্তার (২৮) কলমাকান্দার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। আর নিহত রক্কু মিয়া (৩৫) পূর্বধলা উপজেলা লেটিরকান্দা গ্রামের বাসিন্দা।

আদালতে সরকারের পক্ষের আইনজীবী আবুল হাসেম ও অভিযুক্ত পক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন। আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, রুক্কু মিয়া ও রুবিনা আক্তার দম্পতি বিয়ের পর পেশাগত কারণে গাজীপুরে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে বনিবনা না হওয়ায় রুবিনা তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে রুক্কু মিয়া ঈদের ছুটিতে স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়ি গেলে, ঘুমের মধ্যে তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেন রুবিনা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত রুক্কু মিয়ার ভাই মো. আসাদ মিয়া তার খুনী স্ত্রী রুবিনার বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ সরেজমিনে তদন্ত করে চার্জশিট দেন। আদালত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ রায় দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর