Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঋণ খেলাপির মামলায় এসএ গ্রুপের শাহাবুদ্দিন কারাগারে


১৮ অক্টোবর ২০১৮ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিভিন্ন ব্যাংক থেকে তিন হাজার ছয়শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাবুদ্দিন আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী  আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন শাহাবুদ্দিনকে আদালতে  হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আশরাফুল আলম। তবে শাহাবুদ্দিনের পক্ষে কোন জামিনের আবেদন ছিল না।

ব্যাংক এশিয়া লিমিটেডের চট্টগ্রাম সিডিএ অ্যাভিনিউ  শাখার মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই শাখা থেকে তার ঋণ গ্রহণের পরিমান ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময় নেয়া তার ঋণের পরিমান ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা।

প্রসঙ্গত,  এসএ গ্রুপের মো. শাহাবুদ্দিন আলম বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণে ঋণ সুবিধা গ্রহণ করেন।

এ ছাড়া ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৯৪০ কোটি ১০ লাখ ৫১ হাজার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৩৬ কোটি ১১ লাখ ৪১ হাজার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখা থেকে ৭০১ কোটি ৪৯ লাখ ৩১ হাজার, পূবালী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২৯৭ কোটি ১১ লাখ ৪৮ হাজার, কৃষি ব্যাংকের ষোলোশহর শাখা থেকে ১৭৯ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার, অগ্রণী ব্যাংক করপোরেট শাখা থেকে ৫৪৮ কোটি ৪৪ লাখ, জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখা থেকে ১১৮ কোটি ২২ লাখ ৭১ হাজার ও প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৫৫ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণ তিনি পরিশোধ করেননি।

সারাবাংলা/এআই/এমএস

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর