Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণ আইনজীবীদের সংবর্ধনা দিল অ্যামিকাস ল একাডেমি


৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২০১৭ সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পাওয়া ২৬৫ জন আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে অ্যামিকাস ল একাডেমি। শনিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না সনদ পাওয়া আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে থেকে সকল আইনজীবীদের এক হয়ে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ পেশায় সেবাই মুখ্য, বাকী সব গৌণ। আইন পেশার মূল উদ্দেশ্য হচ্ছে মানবিকতা অর্থাৎ মানবতার সেবা করা। যেদিন থেকে এ পেশায় ঢুকবেন সেদিন থেকে নিয়মিত পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। পড়াশুনার কোনো বিকল্প নেই। দেশপ্রেম, একাগ্রতা, নিষ্ঠা হচ্ছে এ পেশার প্রধান হাতিয়ার। একজন আইনজীবী সমাজকে বাঁচাতে পারে, দেশকে বাঁচাতে পারে, সমাজ বিনির্মাণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। সর্বশেষ এ কথাটি মনে রাখবেন- আপনার মামলার ফি এর সঙ্গে মায়ের কানের দুল, বোনের নাকের নোলক, কারও হালের বলদ, ভিটা-বাড়ি, কোনো রকমের রক্ত ও কান্না জড়িত আছে কি-না? এসব ফি নিলে আপনি কখনও স্থায়ী সুখী হবে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘নবীন আইনজীবীদের ভালো করার পূর্ব শর্ত—সিনিয়রদের সঙ্গে থাকতে হবে, সিনিয়র কখন কোথায় কোন আবেদনটি করেন, কোন মামলাটি করেন, কোন আর্গুমেন্ট করেন, কীভাবে করেন, ভাষাটা কী খুব ভালো করে বুজতে হবে। সম্মান ও শ্রদ্ধার সঙ্গে পেশাটি গ্রহণ করতে হবে। সৎ থাকুন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং আল্লাহ আপনার পাশে দাঁড়াবে, ইনশাআল্লাহ।’

ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, ‘আইনজীবীসহ সকল সচেতন নাগরিকদের অন্যায়ের প্রতিবাদ করার বলিষ্ঠ মানসিকতা থাকতে হবে। আইন পেশা সম্মানের পেশা। যুক্তি তর্কের মাধ্যমে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এ পেশা অতুলনীয়। তাই একজন আইনজীবীকে হতে হবে পরিপূর্ণ দায়িত্বশীল ও সমাজ সচেতন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত শিক্ষক এ বি এম আশরাফুজ্জামান বলেন, ‘উচ্চ আদালতের সিদ্ধান্তগুলোর সঙ্গে পরিচিতি লাভ করতে হবে। নতুন নতুন যে আইনগুলো সংশোধনী হয় সেগুলোর সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে।’

নারায়ণগঞ্জের মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসাইন নবীন আইনজীবীদের নিয়মিত পড়ালেখা করার উপর তাগাদা দেন।

আলোচনা শেষে প্রোগ্রামে নবীন আইনজীবীদের কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরন করে নেওয়া হয়।

সমাপনি বক্তব্যে আইনের সহজ পাঠ বইয়ের লেখক ও অ্যামিকাস ল একাডেমির প্রতিষ্ঠাতা মাহামুদ ওয়াজেদ বলেন, ‘যেকোন সফলতার পেছনে পরিশ্রম জড়িত থাকে, তাই জীবনে সফল হতে হলে চেষ্টা করে যান, লেগে থাকুন সফলতা আসবেই, কারণ সফলতা পরিশ্রম বোঝ। কে কোন বিশ্ববিদ্যালয়ের, কে কোন জাতের বা ধর্মের সফলতা সত্যিই তা বোঝে না।’

এছাড়া আইনজীবীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নেত্রকোনার সহকারি জাজ তানজিনা চৌধুরী এমিকাস ল একাডেমির পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট এম জে হাসান নির্ঝর।

অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনসহ ঢাকার নিম্ম ও উচ্চ আদালতের সিনিয়র আইনজীবীগণ।

সারাবাংলা /এআই/এমআই

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর