Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন মেলেনি সেই তুফানের


২৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া মামলার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বগুড়ার আদালতে ৬ মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও আকতার ফরহাদ জামান। পরে কুমার দেবুল দে জানান, হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: তুফান সরকারের ভাই গুলিতে নিহত

২০১৭ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন আইনে ওই মেয়ের মায়ের করা মামলায় বলা হয়, ভালো কলেজে ভর্তি করবে বলে তুফান মোবাইলে যোগাযোগ করে। পরে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৭ সালের ১৭ জুলাই বগুড়ায় তুফানের বাড়িতে তার মেয়েকে ধর্ষণ করে । তুফানের স্ত্রী বিষয়টি জানতে পারে। এরপর ওই বছরের ২৮ জুলাই তার এবং তার মেয়ের মাথা ন্যাড়া করে। বেধড়ক মারধরও করে। পরে এ মামলায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বগুড়ার সেই নারী কাউন্সিলর রুমকি বরখাস্ত

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ ২০১৭ সালের ১০ অক্টোবর পৃথক দুটি ধারায় ওই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন।

পরবর্তীতে চলতি বছরের ২২ জানুয়ারি বগুড়ার নারী শিশু আদালত তুফানের জামিন নামঞ্জুর করেন। পরে তুফান হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ সেটিও খারিজ হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডকে/এমএইচ

তুফান সরকার বগুড়া মা-মেয়ে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর