Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড


২১ মার্চ ২০১৯ ১৩:৪০

ঢাকা: হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় এক পুলিশ কর্মকর্তাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

সাজা পাওয়া সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপপরিদর্শক (এএসআই)  হিসেবে কর্মরত ছিলেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। জামিন থাকা আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩০ আগস্ট বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির এক বাসায় দুই সন্তানের পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য তার স্ত্রী ডা. সাবরিনা মুনাজিলিনের কাছে আসামি সাদেকুল নিজেকে পুলিশের এসআই এবং আব্দুল সালাম নাম পরিচয় দিয়ে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন।

২০১৭ সালের ২৬ এপ্রিল মামলাটি তদন্ত করে ওই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রহিমা খাতুন।

এরপর গত বছর ৮ অক্টোবর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এরপর মামলাটি বিচারকালে আদালত বিচারপতির স্ত্রীসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করেন।

ওই ঘটনায় হাইকোর্ট সুয়োমোট রুল জারি করলে সাদেকুল হাইকোর্টে হাজির হন এবং দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

এরপর হাইকোর্ট ওই রুলের নিষ্পত্তির আদেশ অনুযায়ী ওইদিনই ধানমন্ডি থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আক্তার।

সারাবাংলা/এআই/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর