Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল-মার্কের জেসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ


১৪ জুলাই ২০১৯ ১৭:৪৮

ঢাকা: ভুয়া লেটার অব ক্রেডিটের (এলসি) বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ জুলাই) দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন জেসমিন ইসলাম আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী গাজী শাহ আলমসহ অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৬ জুন চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাইকোর্টের আপিল বিভাগ জেসমিন ইসালমকে আত্মসমর্পণ করার নির্দেশ।

২০১৬ সালের ১ নভেম্বর জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। ওই দিন বিকেলে তাকে দুদকের একটি দল রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করে। এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ গত ১০ মার্চ তাকে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। গত ১৬ জুন আপিল বিভাগ জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে জেসমিনকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সারাবাংলা/এআই/একে

অর্থ আত্মসাৎ জনতা ব্যাংক জেসমিন হল-মার্ক হল-মার্কের চেয়ারম্যান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর