Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাদুকাটা নদীর বালু উত্তোলনের ইজারা ছয় মাস স্থগিত


২৪ জুলাই ২০১৯ ০৪:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী থেকে বালু উত্তোলনের ইজারা বিজ্ঞপ্তির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে জেলা প্রশাসকের বালু মহাল ঘোষণা এবং ইজারা বিজ্ঞপ্তি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে ভূমি সচিব, খনিজ সম্পদ সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার ও সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ (ডিসি) আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও আইনজীবী ফয়েজ আহমেদ।

বিজ্ঞাপন

গত ২২ মে সুনামগঞ্জের ডিসি জাদুকাটা নদীকে বালু মহাল ঘোষণা করে স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। পরে ৯ জুলাই ডিসি জাদুকাটা নদীর বালু মহাল ইজারার বিজ্ঞপ্তি দেন দৈনিক ইত্তেফাকে।

বালু মহাল ঘোষণা এবং ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন লিগ্যাল সাপোর্ট এবং পিপলস রাইট ফাউন্ডেশনের (এলএসপিআরএফ) চেয়ারম্যান আইনজীবী জহির উদ্দিন লিমন।

রিটে আবেদনে বলা হয়, ২০১৩ সালে ৭ মার্চ খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, যে স্থান বালু ও পাথর সমৃদ্ধ তা খনিজ সমৃদ্ধ হিসেবে বিবেচিত হবে। ১৯৯২ সালের খনি ও খনিজ সম্পদ আইনে এটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। জাদুকাটা নদীতে বালুর সাথে নুড়ি পাথর রয়েছে বিধায় এটি খনিজ সম্পদ হিসেবে বিবেচিত হবে। এটি বালু মহালের মধ্যে পড়ে না। এরপরও সুনামগঞ্জের ডিসি জাদুকাটা নদীতে বালু মহাল ঘোষণা দিয়েছেন, যা আইন পরিপন্থী বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এজেডকে/একে

জাদুকাটা বালুমহাল রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর