Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃতের সংখ্যা কত, জানতে চান হাইকোর্ট


৬ নভেম্বর ২০১৯ ১৩:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কতজন মারা গেছেন তার সংখ্যাসহ বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট।আগামী ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ডেঙ্গু সংক্রান্ত মামলার ধারাবাহিকতায়  সকালে  বিষয়টি আদালতে উত্থাপিত হয়। পরে আদালত এ আদেশ দেন।

আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

বিজ্ঞাপন

পরে মাঈনুল হাসান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাসহ ডেঙ্গু নিয়ে স্ববিস্তারে আদালত জানতে চেয়েছেন। আগামী নির্ধারিত দিনে আদালতে জানানো হবে বলেও তিনি জানান।

ডেঙ্গু নিয়ে আতঙ্ক শুরু হলে গত ৪ জুলাই এক স্বপ্রণোদিত আদেশে ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর কয়েক দফায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং নির্দেশনা দেন আদালত।আদালতের আদেশে জরুরী ভিত্তিতে বিদেশ থেকে ওষধ এনে ডেঙ্গু নিধনে কাজ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

গত ২৮ আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কাজের অগ্রগতি জানানোর নির্দেশ দেন।

আদেশ টপ নিউজ ডেঙ্গু মৃত্যূ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর