Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমানো হবে: আইনমন্ত্রী


১৮ ফেব্রুয়ারি ২০১৮ ২০:০৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অপপ্রয়োগের যে সুযোগ ছিল, ডিজিটাল নিরাপত্তা আইনে তা কমিয়ে আনা হয়েছে। এ আইনের অপপ্রয়োগের সুযোগ আরও কমানোর দরকার হলে সরকার সেটা করবে।

তিনি বলেন, ‘যারা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা বলছেন, যারা এ আইনের বিশেষ ধারা নিয়ে কথা বলছেন, আইনটি কিন্তু তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য প্রণয়ন করা হয়নি।’

সচিবালয়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) আইনমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো-এর বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বৈষম্য বিরোধ আইন, স্বাক্ষী সুরক্ষা আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকার কমিশন, নারী-পুরুষের সম-অধিকারসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে সরকার যেকোনো সহযোগিতা চাইলে ইউএনডিপি তা দিতে প্রস্তুত রয়েছে বলে মিয়া সেপ্পো আইনমন্ত্রীকে আশ্বস্ত করেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় নিয়ে বিএনপি কী বলছে তাতে কিছু আসে যায় না। সরকার আইনের কোনো ব্যত্যয় ঘটাচ্ছে কিনা সেটি দেখার বিষয়। সরকার আইনের কোনো ব্যত্যয় ঘটায়নি।’

তিনি বলেন, ‘রায়ের কপি প্রদান আদালতের এখতিয়ার। বিচারক রায়ের কপি দিবেন-কি দিবেন না সেটি তার ব্যাপার। রায়ের কপি প্রস্তুত হলে বিচারক নিশ্চয়ই রায়ের কপি দিবেন। না দেওয়ার তো কারণ নেই। যে বিচারক রায় দিয়েছে তিনিও  নিশ্চয়ই জানেন যে, এটা আপিল হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘একজন আইনজীবী হিসেবে এটুকু জানি এবং বুঝি যে ৬৩২ পৃষ্ঠার রায়ের কপি তৈরি করতে একটু-আধটু সময় লাগবে। তবে বিচারক যদি অযৌক্তিক সময় নেন তাহলে সেখানে আমি বলব তা নেওয়া উচিত না। যৌক্তিক সময় যদি নেয় তাহলে বিচারককে সে সময় দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর