Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২’শ গজের মধ্যে সাধারণের চলাচ‌ল নিষেধ


৩১ মার্চ ২০১৮ ১৬:০৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২ এপ্রিল (সোমবার) থে‌কে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ-মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। পরীক্ষা উপলক্ষে রাজধানীর কেন্দ্রগুলোর ২’শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের চলাচ‌লে নিষেধাজ্ঞা জা‌রি ক‌রে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ-ডিএম‌পি।

শ‌নিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষ‌রিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে  ‌ডিএম‌পি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২;শ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভা‌বে নিষিদ্ধ।

এই আদেশ ২ এপ্রিল থে‌কে পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত থাকবে।

সারাবাংলা/এসআর/এমএস


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর