Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রীয়াজের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৭:০০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৭:৪৭

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

ঢাকা: জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে আন্দোলন করেছে, সনদ তৈরিতেও সবাই ঐক্যবদ্ধ হতে পারবে।

বুধবার (২৫ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।

এদিন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ৩২টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বৈঠকে পাঁচটি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল-এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব।

বিজ্ঞাপন

এর আগে এই পাঁচটি বিষয়ে প্রথমিক আলোচনায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো।

এর আগে গেলো ২২ জুন আলোচনা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি কোনো বিষয়েই একমত হতে পারেনি দলগুলো। পরে এসব বিষয় দলীয় ফোরামে আলোচনার জন্য দলগুলোকে দুইদিন সময় দেয় কমিশন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো