Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল সনদের কারণে ভিসা জটিলতা হয়: লুৎফে সিদ্দিকী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৭:০৮

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

ঢাকা: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ জাল সনদপত্র ও মিথ‌্যা ব্যাংক স্টেটমেন্ট।

বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে এ কথা ব‌লেন লুৎফে সিদ্দিকী।

বিশেষ দূত ব‌লেন, বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্ট। এটি অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের কর্মীরা ভাবে যে জাল সনদ এবং অদক্ষতা নিয়ে কোনোভাবেই বিদেশে যেতে পারলেই হলো। ফলে অনেকগুলো দেশে একই স‌ঙ্গে ভিসা জটিলতা হচ্ছে।

বিজ্ঞাপন

লুৎফে সিদ্দিকী ব‌লেন, জাপানের ভিসা আবেদনের জন্য এপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এটার একটা কারণ ভুয়া সার্টিফিকেট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট।

বি‌দেশগামী‌দের ম‌ধ্যে যারা জাল সনদপত্র ও মিথ‌্যা ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছেন, তাদের শাস্তির ব্যবস্থা জরুরি ব‌লেও ম‌নে ক‌রেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত।

সারাবাংলা/একে/এমপি

জাল সনদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিসা জটিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর