Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৩:৩৪

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশকে ১৯ হাজার কিট দিল চীন সরকার।

ঢাকা: ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে ডেঙ্গু প্রতিরোধে ১৯ হাজার কিট দিয়েছে চীন সরকার। এই কিট দিয়ে চিকনগুনিয়াও শনাক্ত করা যাবে। আগামীতে চীন সরকার এই খাতে আরও বেশি সহায়তা প্রদান করবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে হস্তান্তর অনুষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতরে (ডিজিএইচএস) এই উপকরণ বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানের কাছে ১৯ হাজার কিট তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এই সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিনের কাছে গবেষণা সহায়তা চাওয়া হয়েছে। কারণ তারা গবেষণায় অনেক ভূমিকা রাখতে পারে।

তাদের কাছে কিট ছাড়াও কারিগরি ডিভাইস চাওয়া হয়েছে। কারণ চিনের কারিগরি ডিভাইসগুলো আসল রোগ শনাক্ত করতে পারে।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেন, বাংলাদেশ চীনের গুরুত্বপূর্ণ অংশীদার। অন্য খাতের মতো স্বাস্থ্য খাতে চীন সহায়তা অবাহত রাখবে। প্রধান উপদেষ্টার চীন সফরের পর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে গেছে। আগামীতে চীন বাংলাদেশকে আরও বেশি গুরুত্ব দেবে। ইতোমধ্যে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রোগি কুনমিং শহরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চীন বাংলাদেশে একটা হাসপাতাল করতে চায়। এটির কাজও এগিয়ে চলছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর বর্ষা শুরু হওয়ার পর দেশে ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়ছে। জুন মাসে মশাবাহিত এই রোগে ১৯ জনের মৃত্যু এবং ৫ হাজার ৯৫১ জন আক্রান্ত হওয়ার ঘটনা রেকর্ড হয়েছে। এছাড়া মে মাসে ১ হাজার ৭৭৩ জন আক্রান্ত ও তিনজনের মৃত্যু হয়।

সারাবাংলা/একে/এমপি

চিকনগুনিয়া চীন ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর