Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ে শহিদ হতে না পারার আফসোস উপদেষ্টা আসিফের

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১১:২১ | আপডেট: ৫ জুলাই ২০২৫ ১৩:০৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: জুলাই মাসে শহিদ হতে না পারাকে নিজের জীবনের ‘আফসোস’ বলে মন্তব্য করেছেন যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।’

তিনি স্মরণ করেন, ‘৩৬ জুলাই শহিদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।’

আসিফ মাহমুদ স্ট্যাটাসে জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে উল্লেখ করে লেখেন, ‘জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

স্ট্যাটাসের শেষাংশে অতীতের সহিংস আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?’

সারাবাংলা/এফএন/এমপি

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর