Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাসময়ে নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ধর্ম উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৪:৪৩

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বান্দরবান: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে যাই বলুক যথা সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স এলাকায় জেলা মডেল মসজিদের ভিত্তি ফলক উন্মোচন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখি পদক্ষেপ নিয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ১৬ কোটি টাকা ব্যয় করে এই মসজিদ নির্মাণ করেছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা, নামাজ সবাইকে সকল প্রকার খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে এবং মূল্যবোধ সমুন্নত রাখে।

বিজ্ঞাপন

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নির্বাচন মডেল মসজিদ

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর