Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত তিন নির্বাচনকে বৈধতা দেওয়া বিদেশী পর্যবেক্ষকরা আর সুযোগ পাবে না: সিইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৪:১৫

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ এম এম নাসির উদ্দিন কথা বলেন।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ‎‎বিগত তিন নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডিয়ার রাষ্ট্রদূত অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সিইসি জানান, কানাডিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বলেন, নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। আমরা আমাদের প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা যে কাজ শুরু করবো এসব বিষয়ে জানানো হয়েছে বলেও জানান সিইসি। সেসঙ্গে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের সময়ে এআইয়ের (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) মিসইউজ নিয়ে কথা হয়েছে বলে জানান সিইসি নাসির উদ্দিন। এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দিয়ে নানা সহযোগিতা দেবে কানাডা।

তিনি বলেন, কানাডা চায়, আমরা যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করি।

এছাড়া কানাডা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সহযোগিতা করবে। ব্যালট প্রকল্পে বা কানাডা অন্যভাবেও সহযোগিতা করতে পারে।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে। ইইউসহ অনেকেই চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। তবে বিগত তিন নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন তাদের আমরা নেবো না।

সারাবাংলা/এনএল/এমপি

এ এম এম নাসির উদ্দিন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর