Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৩ দিনের মধ্যে উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ১৩:৫২

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

ঢাকা: ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই উচ্চকক্ষ (সিনেট) গঠনের বিষয়ে একটি সিদ্ধান্ত জানানো হবে।

রোববার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সনদ প্রস্তুত করার লক্ষ্যে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছানো গেছে।

তিনি বলেন, ‘উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আগামী দু-তিন দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও আলোচনা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিএনপি, জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রস্তাব দিয়েছে। কমিশনের নিজস্ব প্রস্তাবসহ এসব বিষয় নিয়েই চলছে আলোচনা।

সারাবাংলা/এফএন/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর