Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশি প্রহরায় বের হয়ে শিক্ষার্থীদের বাধায় আবারও অবরুদ্ধ ২ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১৭:৪১

শিক্ষার্থীদের বাধায় আবারও অবরুদ্ধ হন দুই উপদেষ্টা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ হন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। এর কয়েক ঘণ্টা পর পুলিশি প্রহরায় বের করে আনা হয় তাদের। কিন্তু দিয়াবাড়ি মোড়ে গেলে শিক্ষার্থীদের বাধায় আবারও কলেজে প্রবেশ করেন তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক শতাধিক পুলিশ সদস্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশ করে বের করে উপদেষ্টাদের নিরাপদে নিয়ে যান। তারপর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধায় বিকেল সাড়ে ৪টার পর আবারও কলেজের ভেতরে প্রবেশ করেন দুই উপদেষ্টা।

বিজ্ঞাপন

এদিন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থল পরিদর্শনে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।

কলেজের সামনের রাস্তা অবরোধ করে ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘বিচার চাই বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ –এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি করলে সেটি সরকার মেনে নিয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের।

সারাবাংলা/এমএইচ/এমপি

অবরুদ্ধ উপদেষ্টা বিমান বিধ্বস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর