ঢাকা: আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (২৩ জুলাই) দেশে ফিরিয়ে আনা হয় তাদের।
দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার আন্তরিক প্রচেষ্টায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহযোগিতায় ২৩ জুলাই দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
অভিবাসীদের মধ্যে ১৮ জন তিউনিসিয়ার কেফ গভর্নরেটের সেরস সিভিল কারাগারে আটক ছিলেন।
গত ১৪ জুলাই স্থানীয় আদালতের আদেশে তাদের মুক্তি প্রদান করা হয়। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদেরকে কেফ গভর্নরেট থেকে রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে দূতাবাস তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা গ্রহণ করে এবং গত ১৫ জুলাই আইওএম-এর নিকট তাদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। এ ছাড়া, দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ভুক্তভোগী অভিবাসীদের জন্য দ্রুততার সঙ্গে ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইওএম-এর সহায়তায় তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।