Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শিক্ষা সচিবের রুটিন দায়িত্বে মজিবর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:০৮

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান।

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সচিবের রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মজিবর রহমান। সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের পর নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জারি করা এক অফিস আদেশে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাবের মো. সোয়াইবের সই করা ওই অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব যোগদান না করা পর্যন্ত এ বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব মো. মজিবর রহমান (পরিচিতি নং-৫৬১৯) সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

বিজ্ঞাপন

এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়। পরে বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়।‌

সারাবাংলা/এনএল/এমপি

রুটিন দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর