Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী সফরে খুলনা যাচ্ছেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ০৮:৩৫

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের সফরে খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শুক্রবার (২৫ জুলাই) বিমান যোগে যশোরে যাবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, যশোরের সার্কিট হাউজে রাত যাপন করে পরের দিন শনিবার সড়ক পথে যাবেন খুলনায়। এদিন বেলা ১০টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সভা করবেন।

এরপর একইদিন বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করবেন সিইসি। এতে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, বিজির সেক্টর কমান্ডার, আনসারের উপ-মহাপরিচালক, কোস্ট গার্ডের জোনাল কমান্ডার, র্যাবের অধিনায়ক, সকল জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সভার পর রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন সিইসি।

পরে রোববার (২৭ জুলাই) সড়ক পথে যশোর হয়ে ঢাকার পথে রওনা দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সারাবাংলা/এনএল/এমপি

এএমএম নাসির উদ্দিন নির্বাচন সফর সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর