Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজে গতি বাড়াতে মাঠ পর্যায়ে ইসির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ০৯:০৩

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় পরিচয়পত্র ব্যবস্থায় সমন্বয়হীনতার কারণে অনেক ভোটার ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক দিলেও অনেকের ১০ আঙ্গুলের ছাপ এখনও নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে যুক্ত হয়নি। এই সমস্যা দ্রুত সমাধানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে ইসি।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) মাসিক সমন্বয় সভায় এই বিষয়টি তুলে ধরেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জানা গেছে, ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি নির্দেশনাটি সিস্টেম ম্যানেজার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, যেসব ভোটার স্মার্ট কার্ড গ্রহণকালে দ্বিতীয় দফায় বায়োমেট্রিক প্রদান করেছেন সেসব ভোটারদের ডাটা দ্রুততম সময়ে আপডেট করতে হবে। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসাররা সিস্টেম ম্যানেজার (কারিগরি) এর সঙ্গে নিয়মিত যোগাযোগ/সমন্বয় করবেন।

বিজ্ঞাপন

২০০৭ সালের ভোটারদের ফরম সার্ভারে যোগ করার নির্দেশ

ইসি’র মাসিক সমন্বয় সভায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০৬ সালের সকল ভোটারের আবেদন ফরম সার্ভারে অন্তর্ভূক্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে কমিশন।

ইসির এনআইডি পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ২০০৭ সালের ভোটারদের মধ্যে এ পর্যন্ত দুই কোটি ৩৮ লাখ নাগরিকের ২ নম্বর ফরম স্ক্যান করা হয়েছে। অবশিষ্ট ফরমও দ্রুততার সঙ্গে স্ক্যান সম্পন্ন করা এবং সার্ভারে আপলোড দেওয়া প্রয়োজন।

ইসি সচিব তার নির্দেশনায় দ্রুত সিস্টেম ম্যানেজারকে ২ নম্বর ফরম আপলোড করার ব্যবস্থা নিতে বলেছেন।

মৃত ভোটার বাদ দিতে চায় ইসি

ইসি’র মাসিক সমন্বয় সভায় আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইসি সূত্র থেকে জানা গেছে, ভোটার তালিকা থেকে সারা বছর মৃত ভোটার কর্তন করার পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তন কার্যক্রম কেবলমাত্র হালনাগাদের সময় করা হয়ে থাকে। কিন্তু এ কার্যক্রম সারা বছর চালু রাখা প্রয়োজন। বর্তমানে শুধু হালনাগাদ কার্যক্রমের সময়ই এই কাজ করা যায়।

এ নিয়ে আলোচনার পর ওই সভায় মৃত ব্যক্তির নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়ে নির্বাচন কমিশনের অনুমোদন গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

জানা গেছে, ইতোমধ্যে ইসি সচিব আখতার আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

ইসি নির্দেশনা নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর