Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় নিহত তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৯:০৪

নিহত তৌকির ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুর পর তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে নিহত তৌকিরের পারিবারিক বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমবেদনা ও সহমর্মিতা পৌঁছে দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন তৌকির ইসলামের স্ত্রী আকশা আহমেদ নিঝুম, তার শ্বশুরসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

বিএনপি প্রতিনিধি দলে আরও ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

উল্লেখ্য, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম নিহত হন।

সারাবাংলা/এফএন/এনজে

খালেদা জিয়া তারেক রহমান নিহত তৌকির বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর