Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৫ ০৮:৩৩

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন

ঢাকা: দুই দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হবে।

রোববার (২৭ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

চলতি সফরে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

বিজ্ঞাপন

দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে অবস্থানকালে উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। আগামী ১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

জানা গেছে, ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরে গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। আশা করা হচ্ছে, উপদেষ্টা সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

উল্লেখ্য, চলতি মাসে মালয়েশিয়া সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আসিয়ানের আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন।

সারাবাংলা/একে/এমপি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্র সফর সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর