Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৩:০৯ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৪:০৫

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার কিছু আগে ওই বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। শনিবার তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে শুক্রবার (১ আগস্ট) এক বাংলাদেশি কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সময় আরও শতাধিক বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটিতে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ওয়াশিংটন।

সারাবাংলা/একে/এমপি

ইমিগ্রেশন যুক্তরাষ্ট্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর