Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্ত পূরণের শেষ সময় আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১১:০৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৩:১৪

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪ দলের শর্ত পূরণের সময় শেষ হচ্ছে আজ। রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে।

গত ২২ জুন পর্যন্ত ১৪৪টি দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই সম্প্রতি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। রোববার (৩ আগস্ট) সেই সময় শেষ হচ্ছে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এ ছাড়াও কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়।

বিজ্ঞাপন

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। এখন শুধু জানার অপেক্ষা ইসির শর্ত পূরণ করে নিবন্ধন চাওয়া ১৪৪টি দলের মাঝে কয়টি দল যুক্ত হচ্ছে নিবন্ধনের তালিকায়।

সারাবাংলা/এনএল/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর