Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ৮ রুটে ফ্রি ট্রেন সার্ভিস

‎স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ০৮:২৮

ঢাকা: জুলাই শুধু একটি মাস নয়, এটি আবেগ, ভালোবাসা, আনন্দ, অশ্রু আর ত্যাগের গল্প। তাই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র-জনতাসহ সবার অংশগ্রহণ সহজ ও নিরাপদ করতে আটটি রুটে ফ্রি ট্রেন সার্ভিস দেওয়া হবে। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসবেন। অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা।

‎ট্রেন সার্ভিসের রুটসমূহ হলো:

‎চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৭টায়, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১টায়।

বিজ্ঞাপন

‎‎জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর: জয়দেবপুর থেকে ছাড়বে দুপুর ১২টা ৩০ মিনিটে। ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ৩০ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ৮টা ১৫ মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে রাত ৯টা ১৫ মিনিটে।

‎‎নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ৭টা ৩৫ মিনিটে, নারায়ণগঞ্জ পৌঁছাবে রাত ৮টা ২৫ মিনিটে।

‎‎নরসিংদী-ঢাকা-নরসিংদী: ‎নরসিংদী ছাড়বে বেলা ১১টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ৮টায়, নরসিংদী পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

‎সিলেট-ঢাকা-সিলেট: সিলেট ছাড়বে ভোর ৫টা ৪৫ মিনিটে, ঢাকা পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ৯টায়, সিলেট পৌঁছাবে ভোর ৪টা ৩০ মিনিটে।

‎রাজশাহী-ঢাকা-রাজশাহী: রাজশাহী ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে, ঢাকা পৌঁছাবে দুপুর ১২টা ৩০ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ১০টা ৪৫ মিনিটে, রাজশাহী পৌঁছাবে ভোর ৪টায়।

রংপুর-ঢাকা-রংপুর: রংপুর ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। ঢাকা ছাড়বে রাত ৮টায়, রংপুর পৌঁছাবে ভোর ৫টায়।

‎ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা: ভাঙ্গা ছাড়বে বেলা ১১টা ৩০ মিনিটে, ঢাকা পৌঁছাবে দুপুর ১টায়। ঢাকা ছাড়বে সন্ধ্যা ৭টায়, ভাঙ্গা পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।

‎‎উল্লেখ্য, গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ফেসবুক পোস্টে তিনি বলেন, ৫ আগস্টের অনুষ্ঠানগুলোতে সবার নিরাপদ ও সহজ যাতায়াতের জন্য এই ফ্রি ট্রেন সার্ভিস দেওয়া হয়েছে।

‎সারাবাংলা/এনএল/এমপি

জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই ঘোষণাপত্র ট্রেন সার্ভিস ফ্রি ট্রেন

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর