Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৫ ১২:৪১ | আপডেট: ৫ আগস্ট ২০২৫ ১৭:০৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এ বি এম আবদুস সাত্তার এর বরাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির পাঁচ সদস্য অংশগ্রহণ করবেন।তাঁদের মধ্যে রয়েছেন— মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহ। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সারাবাংলা/এফএন/এমপি